হাথুরু-হেরাথদের ছাড়াই সকালে দেশে ফিরছেন মুশফিক-শান্তরা
বিশ্বকাপে সেমির রেস থেকে বাদ পড়ার সঙ্গে টানা হারে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়ে গেছে বাংলাদেশের। তবে তাতে অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি।
কেননা, কোনো কারণে কাল ভারতকে নেদারল্যান্ডস হারিয়ে দিলে বাংলাদেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেবে তারা। আর সেই অনিশ্চয়তায় নিয়েই কাল দেশে ফিরবে বাংলাদেশ দল। সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত কিনা; সেটা জানতে চোখ রাখতে হবে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে ৯ ম্যাচের মধ্যে ৭টি তেই হেরেছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ব্যর্থ এক বিশ্বকাপ শেষে কাল দেশে ফিরছে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্টের সূত্রে জানা গেছে, বিশেষ ফ্লাইটে কাল সকাল ৯ টায় পুনে থেকে ঢাকায় পা রাখবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
খবর অনুযায়ী, বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকায় ফিরলেও আপাতত দলের কোনো কোচ ঢাকায় পা রাখবেন না। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে এরইমধ্যে ইতি টেনেছে বিসিবি। ফলে সেখান থেকেই দক্ষিণ আফ্রিকায় নিজ দেশে ফিরবেন তিনি। একই কারণে নিজ দেশ ভারতে থেকে যাবেন পারফরম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর ও শ্রীধরণ শ্রীরাম। প্রধান কোচ চান্ডিকা হাথুরুহিংসেরও দেশে ফেরার কথা রয়েছে।