নতুন নেতৃত্বে নতুন করে শুরু করতে হবে পাকিস্তানকে
আমি বাবর আজমের সঙ্গে কথা বলেছি। সে বেশ হতাশ। বিশ্বকাপটা তার দুর্দান্ত কাটেনি। প্রত্যাশিতভাবে ব্যাপক সমালোচনা শোনতে হচ্ছে তাকে। যেভাবে নির্দিষ্ট খেলোয়াড়কে টার্গেট করা হয়েছে, বিশেষ করে বাবার আজমকে। যদিও আমার মনে হয়, আমাদের মিডিয়া আরও ঠাণ্ডা হতে পারব।
বাবর ভালো ফর্মে ছিল না। সে প্রচণ্ড চাপের মধ্যে ছিল। আর এটা বিশ্বকাপ; তাই আপনাকে কোনো না কোনোভাবে উত্তাপ নিতে হবে। দলের দিকে তাকালে দেখা যাবে, তাদের আধুনিক ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে। তবে সমস্যা হলো তারা তাদের পদ্ধতিতে ভুল ছিল। তাছাড়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে ছিল না। আমার মনে হয় বাবরের ওপর অনেক চাপ রয়েছে। কাজেই তাকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপ শেষে সে কী করতে চায়।
পাকিস্তান যদি নতুন করে ভাবে এবং ভুলগুলি নির্মূল করতে চায়। তবে তাদের আবার নতুন করে শুরু করা দরকার। এটি এমন নয় যে একটি নতুন দল যারা অল্পবয়সী। তবে তারা কীভাবে বিশ্ব মঞ্চে নিজেদের নিতে চায় তা দেখতে হবে। দলের ডিএনএ পরিবর্তন করতে হবে এবং সমস্যাগুলির সমাধান করতে হবে। ঘরোয়া ক্রিকেট পর্যায়ে কী হচ্ছে? অনূর্ধ্ব-১৯ এ; তা দেখতে হবে। কেননা, শীর্ষ স্তরের ক্রিকেটারদের নির্দিষ্ট উপায়ে খেলতে বাধ্য করতে পারবেন না। কাজেই কোনও তরুণ খেলোয়াড় আক্রমণাত্মক ক্রিকেট বা আধুনিক ক্রিকেট খেলছেন কিনা তা দেখতে হবে।
সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমগ্র প্রক্রিয়াটি দেখতে হবে এবং পাকিস্তান এখন কোথায় আছে এবং কী করা যেতে পারে তা পুনরায় মূল্যায়ন করতে হবে। তবে আমি মনে করি নিউক্লিয়াস একই থাকবে, বাবর এখন যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হবেন।
কিন্তু কে জানে? তার ওপর এতটাই চাপ রয়েছে যে তিনি হয়তো এই বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলতে নামবেন। তিনি এই বিশ্বকাপের পরে কী করতে চান সে সব নিয়ে অবশ্য কথা বলেননি।
তবে এটাও ঠিক যে পাকিস্তান দলকে আবার নতুন করে শুরু করতে হবে। আর তা হয়তো একজন নতুন নেতার হাত ধরে। এবং হতে পারে একজন ভিন্ন কোচিং স্টাফের সাথে। তবে আমাদের প্রথম-শ্রেণীর ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ স্তরে কিছু করতে হবে। এবং পরিস্থিতি পুনর্বিবেচনা করে এগিয়ে যেতে হবে।
রমিজ রাজা- পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার