ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় দিপু
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। তার জায়গায় এই সফরে টেস্ট দলের সঙ্গে যাচ্ছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। ২২ বছর বয়সী দিপু অবশ্য জাতীয় দলে নতুন মুখ নন। জাতীয় দলে তার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৪টি টেস্ট। তবে সাফল্য পাননি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা তার এই চার টেস্টে কোনো হাফসেঞ্চুরি পর্যন্ত নেই। সর্বোচ্চ রান ৩১।
নাজমুল হোসেন শান্ত শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরির কারণে ফিল্ডিংই করতে পারেননি। তার জায়গায় সিরিজের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সম্ভবত মিরাজই অধিনায়কের দায়িত্ব সামাল দেবেন। তবে এখনো সেই বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি- টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। এরপরই ওয়ানডে সিরিজ। ৮, ১০ ও ১২ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচই হবে সেন্ট কিটসে।
তারপরই টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।