চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মহাবিপাকে আইসিসি
ভারত তাদের সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তারা যাচ্ছে না পাকিস্তানে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বিব্রত আইসিসি। আর ক্ষোভে উত্তাল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। পাকিস্তানে কেন খেলতে চায় না ভারত, আইসিসির ব্যাখ্যা চেয়েছে পিসিবি।
ভারতের এমন সিদ্ধান্তে মহাবিপাকে পড়ে গেল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বলা হচ্ছে গতবার এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল, এবার তেমন করেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পাাকিস্তান নিজেদের মাঠে তাদের ম্যাচগুলো খেলেছিল। ভারত খেলেছিল শ্রীলঙ্কায়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে, এমনটাই বিকল্প ভেবেছিল আইসিসি। কিন্তু আয়োজক পাকিস্তান সেই পথে যেতে রাজি নয়। পিসিবি সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু আয়োজকের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, এ কারণে কোনওভাবেই হাইব্রিড মডেলে সম্মতি দেবে না। প্রয়োজনে নিজেরাই বৈশ্বিক এই আসর থেকে নাম প্রত্যাহার করে নেবে।
যদিও এখন খবর ছড়িয়েছে, হাইব্রিড মডেলে যদি পিসিবি রাজি না হয়, তাহলে পুরো টুর্নামেন্টটাই দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে। এমনিত আইসিসি তাদের প্রতিটি ইভেন্টের জন্যই বিকল্প ভেন্যু পরিকল্পনা তৈরি করে রাখে। যেটা হয়েছে গত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিল। শুরুর এক মাস আগেও সেটা হতে পারে।
কিন্তু এবার আইসিসির তেমন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সরকারও কড়া অবস্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে পাকিস্তানের। খবর হয়েছে মোটা অঙ্কের অর্থ। এ অবস্থায় যদি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হয়, তাহলে ক্ষতির মুখে পড়তে হবে।
পাকিস্তান উল্টো আইসিসিকে হুমকি দিয়েছে-দরকার হলে তারা ভারতকে ছাড়াই এই টুর্নামেন্ট নিজ দেশে করতে চায়। প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভাল নয় ভারতের। তার প্রভাবে বারবার এভাবে অবজ্ঞা মেনে নিতে পারছে না পিসিবি!