অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস

অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস

ক্রিকেটের দীর্ঘতর ফরম্যাটকে বিদায় বলে দিলেন ইমরুল কায়েস। আজ এক ভিডিও বার্তায় জানালেন আগামী ১৬ নভেম্বর জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে নিজের সবশেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন তিনি।

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে সবশেষ আন্তর্জাতিক পর্যায়ে লাল বলের ক্রিকেট খেলেছেন ইমরুল। এরপর থেকেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। আজকের এই ঘোষণার ফলে সে ম্যাচটা জাতীয় দলের জার্সিতে সবশেষ টেস্ট ম্যাচ হয়ে গেল তার। 

আজ (বুধবার) দুপুরে নিজের ফেসবুক পাতায় এ খবর জানান তিনি। সে ভিডিও বার্তায় ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক হয়েছিল ইমরুলের। এরপর তিনি সব মিলিয়ে ৩৯টি টেস্ট খেলেছেন। করেছেন ১৭৯৭ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে চারটি। তবে তার ব্যাটে ধারাবাহিকতার অভাব ছিল বেশ, ব্যাটিং গড় ছিল মাত্র ২৪.২৮। সে কারণেই ক্যারিয়ারটা লম্বা হয়নি তার।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট নিয়মিত হেসেছে। ১৩৭টি ম্যাচ খেলে প্রায় ৩৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ১৬ বছরের দীর্ঘ এই ক্যারিয়ারের ইতি অবশেষে টানতে যাচ্ছেন তিনি। আগামী ১৬ নভেম্বর সাদা পোশাকটা গায়ে চড়াবেন শেষবারের মতো।

সম্পর্কিত খবর