ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং শান্তর

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং শান্তর

আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন তিনি। এবার র‍্যাঙ্কিংয়েও তার ছাপ পড়েছে। ক্যারিয়ারসেরা অবস্থানে চলে এসেছেন তিনি।

সিরিজ শুরুর আগে ৩৪তম স্থানে ছিলেন তিনি। আফগান সিরিজের প্রথম ম্যাচে ৪৭ আর দ্বিতীয় ম্যাচে করেছেন ৭৬ রান। আর তাতেই তিনি ১১ ধাপ এগিয়ে এলেন তিনি। বর্তমানে তিনি আছেন ২৩তম স্থানে। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান।

আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। খেলেছিলেন ৯৮ রানের ইনিংস। তার সুবাদে রিয়াদ এগিয়েছেন ১০ ধাপ। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। অবনতি হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।

ওদিকে মেহেদী হাসান মিরাজ উন্নতি করেছেন বোলিংয়ে। আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি। তিন ম্যাচে ব্যাট হাতেও যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রান করেছেন, বল হাতে ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। বর্তমানে তার অবস্থান ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে।

সম্পর্কিত খবর