ছাত্র–জনতার অভ্যুত্থানকে বুকে নিয়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের

ছাত্র–জনতার অভ্যুত্থানকে বুকে নিয়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের

রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে। তবে তাদের অনুশীলন জার্সিতে আছে নতুনের ছোঁয়া। যাত্রার শুরু থেকেই রংপুরের জার্সির রঙ নীল, সেটা অনুশীলন জার্সিও। 

আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলনে নামে রংপুর রাইডার। তাদের অনুশীলনে দেখা গেল তাদের গায়ে লাল সবুজের জার্সি। কেন এমন জার্সির রঙে পরিবর্তন? বিষয়টা পরিষ্কার করলেন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তামিম। 

তিনি জানান, দুটো কারণে এই পরিবর্তন। প্রথমটা হচ্ছে বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। তামিমের কথা, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।’

আর দ্বিতীয়টা হচ্ছে জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যুত্থানকে হৃদয়ের পাশাপাশি জার্সিতেও ধারণ করা। তিনি বলেন, ‘নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’

তিনি বলেন, ‘আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। ’

সম্পর্কিত খবর