ম্যাক্সওয়েল ঝড়ের পর ৭ ওভারেই বিধ্বস্ত পাকিস্তান

ম্যাক্সওয়েল ঝড়ের পর ৭ ওভারেই বিধ্বস্ত পাকিস্তান

মনে হচ্ছিল ম্যাচের দিনটাতে রাজত্ব করবে ঝড়-বৃষ্টি! ঝড় হলো বৃষ্টিও হলো। কিন্তু তারপরই দেখা মিলল গ্লেন ম্যাক্সওয়েল ম্যাজিক। সঙ্গে মার্কাস স্টয়নিসও রান তুললেন ঝড়ো গতিতে। ব্যস ৭ ওভারে ছোট্ট হয়ে আসা টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া পেলো বড় সংগ্রহ। যা টপকে যেতে পারল না পাকিস্তান। ব্রিসবেনে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতল অনায়াসে, ২৯ রানে।

আজ বৃহস্পতিবার গ্যাবায় বজ্রপাতসহ ঝড়ো বৃষ্টির প্রভাব পড়ল ম্যাচে। ২০ ওভারের ম্যাচটা কমে হলো ৭। যেখানে সেই সাত ওভারের খেলায় দাপট থাকল অজিদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৯৩ রান তুলে তারা অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে থামে ৬৪ রান।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৬ নভেম্বর শনিবারের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

৭ ওভারে ৯৪ রানের টার্গেটে নেমে পাকিস্তানে শাহিবজাদা ফারহান প্রথম দুই বলেই হাঁকান দুই চার। কিন্তু তারপরই শুরু উইকেট পতনের মিছিল। ওভারের চতুর্থ বলে আউট তিনি। প্রথম ৩ ওভারে শেষ ৫ উইকেট। সফরকারীদের সংগ্রহ মাত্র ২০ রান। প্রথম ৬ ব্যাটারের কেউই যেতে পারলেন না দুই অঙ্কে। অধিনায়ক রিজওয়ান শূন্য রানে আউট। বাবর আজম ৩। এদিন তিনি পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙেন। তার ম্যাচ সংখ্যা এখন ১২৪।

অজিদের হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলেন নাথান এলিস।

এর আগে রান উৎসব করে অজি ব্যাটাররা। ম্যাক্সওয়েল সুযোগটা কাজে লাগান ঠিকঠাক। ১৯ বলে করেন ৪৩ রান। মার্কাস স্টায়নিস ৭ বলে ২১। ব্যস ছোট্ট ম্যাচে অস্ট্রেলিয়া পায় বড় পুঁজি। যার পথ ধরে দারুণ এক জয়!

সম্পর্কিত খবর