অধিনায়ক হতে প্রস্তুত শান্ত

অধিনায়ক হতে প্রস্তুত শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। এখন পারফরম্যান্স মূল্যায়নের পালা। তার আগে অবশ্য নিয়মিত অধিনায়ক সাকিবের বদলি নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। কেননা, বিশ্বকাপ শুরুর আগেই অধিনায়ক হিসেবে এখানেই শেষ করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন সাকিব।

তার জায়গায় নতুন অধিনায়ক হবেন কে? বিশ্বকাপে দুটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত অবশ্য নিজেই আছেন প্রস্তুত। তাকে দায়িত্ব দিলে যে তা নিতে প্রস্তুত জানিয়েছেন সেটিও।

চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিলেও শান্ত জয় পাননি কোনটিতেই। এরপরও আশাবাদী তিনি। বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছি। ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। যদি সুযোগ আসে তবে এটা ভালোভাবে করতেই প্রস্তুত আছি আমি।’

নিজেদের চাওয়া প্রসঙ্গে শান্ত বলছিলেন, আপনাদের চাওয়া কী থাকবে? ‘সবাই আমরা দেখেছি আমরা কি অবস্থায় আছি। আমরা যত খারাপ ব্যাটিং করেছি, এতো খারাপ দল আমরা নই। এখনও আমার কাছে তাই মনে হয়। প্রস্তুতি ঠিক ছিল কিন্তু আউটকাম, রেজাল্ট আসেনি। আশা করবো সামনে যখন আমরা সাদা বলের ক্রিকেট খেলবো ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি প্রত্যেকটি উইকেট যেন ভালো হয় এবং স্পোর্টিং উইকেট হয়। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, বোলাররাও আরও উন্নতি করতে পারবে ভালো উইকেটে কিভাবে তিন’শ রান ডিফেন্ড করবো।’

বিশ্বকাপে শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। যদিও এ হার থেকেই শিক্ষা নিতে চান শান্ত। বলেন, ‘দুটো ম্যাচের কোনটিতেই জিততে পারিনি। দুটো বড় দলের বিপক্ষে চাপ ছিল। আমার মনে হয় ম্যাচ দুটো থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা ভবিষ্যতে কাজে দেবে।’

সম্পর্কিত খবর