ভিনির পেনাল্টি মিস, ১০ জনের ভেনেজুয়েলাকেও হারাতে পারল না ব্রাজিল
কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে ব্রাজিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল গেল মাসে। তবে চলতি উইন্ডোয় আবারও পয়েন্ট খুইয়ে বসেছে কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা। ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করল দলটা।
এই ম্যাচে প্রথম বারের মতো রাফিনিয়াকে দেওয়া হয়েছিল ১০ নম্বর জার্সি। দারুণ এক ফ্রি কিকে গোল করে ঐতিহ্যবাহী এ জার্সির মান রেখেছেন তিনি। ৪৩ মিনিটে তার এই ফ্রি কিক দলটাকে এগিয়ে দিয়েছিল। ২০০৫ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল সরাসরি ফ্রি কিক থেকে গোলের দেখা পেল। ১৯ বছর আগে এ কীর্তি গড়েছিলেন কিংবদন্তি রবার্তো কার্লোস, সেটাও এই ভেনেজুয়েলার বিপক্ষেই। বিরতিতেও ব্রাজিল যায় এগিয়ে থেকে।
তবে পুরো ম্যাচে দারুণ খেলা ব্রাজিলকে রাফিনিয়ার ওই গোল জেতাতে পারেনি। বিরতির পর ৩৮ সেকেন্ডের মাথায় গোল করে বসে স্বাগতিক ভেনেজুয়েলা। বদলি খেলোয়াড় তেলাস্কো সেগোভিয়ার ওই গোল সমতায় ফেরায় দলটাকে।
ব্রাজিল অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। পেনাল্টি পেয়েছিল, তবে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে হ্যাটট্রিক করে আসা ভিনিসিয়ুস জুনিয়র সেটা কাজে লাগাতে পারেননি। তার দুর্বল পেনাল্টিটা ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রেমো, ফিরতি শটে ফাঁকা পোস্টেও গোল করতে পারেননি তিনি।
এরপরও ব্রাজিল চেষ্টা করেছে। শেষ দিকে সাভিও, ভিনিরা একাধিক সুযোগ সৃষ্টি করেছেন। কিন্তু স্বাগতিকরা সেসব সামলেছে ভালোভাবেই। ৮৯ মিনিটে স্বাগতিকদের আলেক্সান্দার গনজালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরও ব্রাজিলকে রুখতে ভেনেজুয়েলার সমস্যা হয়নি। যার ফলে ৫ বারের বিশ্বজয়ীদের মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে।