গ্লোবাল সুপার লিগেই যত মনোযোগ আফিফের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও দেড় মাসের মতো সময় বাকি। তবে তার আগেই রংপুর রাইডার্সের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। সেখানে খেলবে তারা। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এখন তারই ব্যস্ততা চলছে দলটার।
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাবে রংপুর। আফিফ হোসেনও আছেন এই দলে। কী লক্ষ্য নিয়ে খেলবেন এই টুর্নামেন্টে? সে বিষয়ে আজ জানালেন আফিফ হোসেন।
আজ শুক্রবার সকালে মিরপুরে অনুশীলন করেছে রংপুর। তা শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন আফিফ। তিনি বলেন, ‘রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’
দেশের বাইরের একটা লিগে ভালো করার মানে আরও অনেক ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার খুলে যাওয়া। সে বিষয়টাও ভাবনায় রেখেছেন আফিফ। বলেছেন, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’
সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে গোটা ঘরোয়া ক্রিকেটেই। এনসিএল চলছে, তা শেষে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। এরপর বিপিএল।
তার আগেই অবশ্য ব্যস্ততা শুরু হয়ে গেছে আফিফদের। এসব টুর্নামেন্টে পারফর্ম করে জাতীয় দলে ফেরার আশায় কি মনে নেই? তবে বাঁহাতি এই ব্যাটার মনোযোগ দিতে চাইছেন গ্লোবাল সুপার লিগে।
তিনি বলেন, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নাই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’