‘দুশ্চিন্তা’ বাড়ল ভারতের

‘দুশ্চিন্তা’ বাড়ল ভারতের

দলের পারফর্ম্যান্স এমনিই ভাবনা বাড়াচ্ছে ভারতের। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে তারা পা রেখেছে অস্ট্রেলিয়ায়। বোর্ডার গাভাস্কার সিরিজের আগে সেটা পেছনে ফেলতে মরিয়া দলটা।

তিন দিনের প্রস্তুতি ম্যাচ তারা খেলছে আন্তঃ স্কোয়াড দল গড়ে। তবে সে ম্যাচ দুশ্চিন্তা কমানোর বদলে তা বাড়িয়েই দিল যেন। পুরোনো সমস্যা তো দূর হওয়ার ইঙ্গিত দেয়ইনি, এবার নতুন সমস্যা এসে হাজির হয়েছে।

প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে না পাওয়ার সম্ভাবনা সমূহ। সেক্ষেত্রে ওপেনার হবেন কে, সে নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এ দলের অস্ট্রেলিয়া সফরে চোখ ছিল, কিন্তু সেখানেও পারফর্ম করতে পারেননি খেলোয়াড়রা।

শেষমেশ লোকেশ রাহুলের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে ভারত, এমন খবরই পাওয়া যাচ্ছে। তবে আজ পার্থে সেই রাহুল চোট নিয়ে মাঠ ছেড়েছেন। প্রস্তুতি ম্যাচে প্রসিধ কৃষ্ণর শর্ট বল তার কনুইতে লেগেছে। যার ফলে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছে।

এদিকে শেষ কিছু দিনে ফর্ম নিয়ে ভুগছেন বিরাট কোহলি। তারও চোট সমস্যা আছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। চলতি সপ্তাহে তিনি একাধিক স্ক্যান করিয়েছেন অজ্ঞাত সে চোটের। আজ অবশ্য তিনি মাঠে নেমেছিলেন। তবে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। নিউজিল্যান্ড সিরিজে ৬ ইনিংসে ৯৩ রান করা এই অভিজ্ঞ ব্যাটার আজ ১৫ রান করে আউট হয়েছেন মুকেশ কুমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে।

বোর্ডার গাভাস্কার ট্রফির আগে প্রস্তুতি ম্যাচের এমন সব ঘটনা টিম ইন্ডিয়াকে মোটেও ভালো কিছুর আভাস দিচ্ছে না। আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত।

সম্পর্কিত খবর