পর্তুগালকে শেষ আটে নিয়ে গেলেন রোনালদো
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগের এই ম্যাচে রোনালদো করিয়েছেন আরও একটি গোল। যার সুবাদে তার দল পর্তুগাল ৫-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেছে উয়েফা নেশন্স লিগের শেষ আটে।
পর্তুগিজরা নিজেদের মাঠে গত রাতে প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলে এগিয়ে যায় দলটা। স্বাগতিকরা এরপরও একটা পেনাল্টি পেয়ে যায়, ডিফেন্ডার ইয়াকুব কিভিওর বক্সের ভেতর ফাউল করে বসলে। পেনাল্টি থেকে রোনালদো করেন রাতে নিজের প্রথম গোলটা।
তৃতীয় গোল করেন ব্রুনো ফের্নান্দেজ। এরপর রোনালদোর পাস থেকে গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন পেদ্রো নেতো। ৮৭ মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে গোল পান রোনালদো।
শেষ মুহূর্তে ডমিনিক মার্কজুকের গোলে পোল্যান্ড ব্যবধান কমায়। তবে তা পর্তুগালের জয়ে বাধা দিতে পারেনি। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটা। এই জয়ের ফলে এ১ গ্রুপের সেরা দল হিসেবে পর্তুগাল চলে গেল নেশন্স লিগের শেষ আটে।