যে একাদশ নিয়ে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ
প্রথম ম্যাচে দারুণ খেলেও হারতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। আজ হারলে হোয়াইটওয়াশই হতে হবে মালদ্বীপের কাছে। সে ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামছে কোচ হাভিয়ের কাবরেরার দল।
গত ১২ নভেম্বরের ম্যাচে হারলেও সে দলের অধিকাংশের ওপরই ভরসা রেখেছেন বাংলাদেশ কোচ। আজকের এই লড়াইয়ে একাদশে পরিবর্তন এসেছে একটা। সৈয়দ কাজেম কিরমানির জায়গায় দলে ঢুকেছেন মজিবুর রহমান জনি।
তবে পরিবর্তন আছে আরও একটা জায়গায়। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া না থাকায় আগের ম্যাচে অধিনায়ক ছিলেন তপু বর্মণ। আজ বাংলাদেশের অধিনায়কের বাহবন্ধনিটা থাকবে অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানার হাতে।
মালদ্বীপ একাদশে অবশ্য একটা পরিবর্তন আছে। দলের মূল খেলোয়াড় হামজা মোহামেদকে আজ স্কোয়াডেই রাখা হয়নি। তার জায়গায় একাদশে এসেছেন মিডফিল্ডার আহমেদ রিজুভান।
বাংলাদেশ একাদশ–
মিতুল মারমা;
সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল তপু, ইসা ফয়সাল;
সোহেল রানা, মুজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়;
রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম।
মালদ্বীপ একাদশ–
হুসাইন শরিফ;
সামুহ আলী, সিফাউ ইউসুফ, হাইশাম হাসান;
মোহামেদ ইরুফান, আহমেদ আইহাম, ইবরাহিম মাহুদি, আহমেদ রিজুভান, হুসাইন নিহান;
আলি ফাসির, নাইজ হাসান।