ফাইনালে বিমান ও সেনাবাহিনী
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের টি-৪০ ফরম্যাটে বাংলাদেশ বিমানবাহিনী এবং টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ সেনাবাহিনী ফাইনালে উঠেছে।
টি-৪০ ফরমেটে বিমানবাহিনী ৪৯ রানে ৯৬৯৮ ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ৯৬৯৮ ক্লাব টস জিতে বিমানবাহিনীকে ব্যাটিংয়ে পাঠায়। কে এম শাইখ বিন জামানের ৮২ রানের ওপর ভর করে বিমানবাহিনী নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। আব্দুল্লাহ আল-মারুফ (২৬), আল আমিন হক বিজয় (২৪) দলীয় ইনিংসকে সমৃদ্ধ করেছেন।
৯৬৯৮ ক্লাবের সুজন সাহা ও অমিত রায় কৃষ্ণা দুটি করে উইকেট নিয়েছেন। বিমানবাহিনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৭ ওভারে অলআউট হওয়ার আগে ৯৬৯৮ ক্লাব ১৭৮ রান করতে পেরেছে। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন আহমেদ সাইফ উল্লাহ। মিজানুর রহমান লিমন (৪১), আরিফুল হকের (৩০) ইনিংসগুলো ৯৬৯৮ ক্লাবের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। বিমানবাহিনীর আব্দুল্লাহ আল-মারুফ ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন শাইখ বিন জামান ও আল আমিন হক বিজয়।
পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে টি-২০ ফরমেটের সেমিফাইনালে সেনাবাহিনী ৪ উইকেটে সেনা কল্যাণ সংস্থাকে হারিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রান সংগ্রহ করে। আপেল মাহমুদ রামিন ২৪ রান করেন, অতিরিক্ত থেকেও এসেছে ২৪ রান। মারুফ হোসেন ২০ রান করেছেন।
সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন লতিফুর রহমান। জবাবে সারোয়ার হোসেনের ৪৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসে ভর করে সেনাবাহিনী ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদ সৌরভ ম্যাচসেরা হয়েছেন।