তামিম বললেন, ফুটবলই বাংলাদেশের এক নম্বর খেলা

তামিম বললেন, ফুটবলই বাংলাদেশের এক নম্বর খেলা

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গতকাল। এই ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচে গিয়ে তিনি জানালেন, দেশের সেরা খেলা ফুটবলই। 

নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছে ২-১ গোলে। শুরুতে গোল হজম করেও মজিবর রহমান জনি ও পাপন সিংয়ের গোলে জয় পায় স্বাগতিকরা। 

এই ম্যাচ দেখতে তিনি গিয়েছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায়। সঙ্গে হাজির হয়েছিলেন তার ছেলে আরহাম ইকবালও। ছেলে আরহামের এবারই প্রথম নয়, তবে বাবা তামিম এবার প্রথম বারের মতো গিয়েছিলেন বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে। 

তামিম অবশ্য পুরো ম্যাচ দেখতে পারেননি। প্রথমার্ধ শেষেই তিনি মাঠ ছেড়ে যান। যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।’

তামিম নিজে ক্রিকেটার। তবে তিনি সহজেই মেনে নিলেন ফুটবলই বাংলাদেশের জনপ্রিয়তার দিক থেকে এক নম্বর খেলা। তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে।’

ফুটবলকে আবারও প্রাণ দিতে সবাইকে সপরিবারে এসে ফুটবল ম্যাচ দেখার অনুরোধ করলেন তামিম। তিনি বলেন, ‘সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে।’

সম্পর্কিত খবর