জোড়া ধাক্কা খেল আর্জেন্টিনা

জোড়া ধাক্কা খেল আর্জেন্টিনা

এমনিতেই সময়টা ভালো কাটছে না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শেষ চার ম্যাচে দুটোতে হেরেছে লিওনেল মেসির দল। সবশেষ প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের কবলে পড়েছে দলটা। এরই মধ্যে জোড়া ধাক্কা খেয়ে বসল আলবিসেলেস্তেরা।

পেরুর বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলতে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে চোটের কারণে ছিটকে গেছেন দলের দুই অভিজ্ঞ ডিফেন্ডার। দলের বিশ্বকাপজয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য নাহুয়েল মলিনা আর ক্রিশ্চিয়ান রোমেরো চোটের কারণে ছিটকে গেছেন।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই চোটটা পেয়েছিলেন মলিনা। ৭৮ মিনিটে তিনি পেশির সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়।

সেই ম্যাচেই ডান পায়ে চোটের কারণে ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন রোমেরো। তবে তিনি বেশি সময় ধরে খেলতে পারেননি। তিনি আর্জেন্টিনার ক্যাম্প ছেড়ে ইতোমধ্যেই চলে গেছেন ইউরোপে।

আরেক ডিফেন্ডার নিকলাস তালিয়াফিকোও চোট সমস্যায় ভুগছেন। তারও পেরু ম্যাচে খেলা প্রায় অনিশ্চিত।

সেক্ষেত্রে লা বম্বনেরায় আগামী বুধবার দলটির রক্ষণভাগে মলিনা, রোমেরো ও তালিয়াফিকোর জায়গায় দেখা যেতে পারে যথাক্রমে গনজালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনাকে।

সম্পর্কিত খবর