আরেক তারকার চোট, আরও বিপাকে পড়ল ভারত

আরেক তারকার চোট, আরও বিপাকে পড়ল ভারত

বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর থেকে দুঃসময় যেন পিছুই ছাড়ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে গেছে দলটা। প্রথম টেস্টের আগে একের পর এক চোটের খবর দলটাকে আরও বেশি কোণঠাসাই করে দিচ্ছে যেন।

এবার চোটের খবর এসেছে শুবমান গিলের। শনিবার এক ট্রেইনিং সেশনে তিনি আঙুলে চোট পেয়েছেন। তার হাড়ে ফাটল ধরেছে, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।

শুক্রবার পার্থে শুরু হবে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ। এর আগে পুরো স্কোয়াড পর্দার আড়ালে অনুশীলন করেছে। স্থানীয় কোনো দলের সঙ্গে ট্যুর ম্যাচও খেলেনি তারা, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে একটা।

টাইমস অফ ইন্ডিয়াসহ আরও বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, গিল ফিল্ডিংয়ের সময় বা হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। এর ফলে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। রয়টার্স অবশ্য দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল এ বিষয়ে পরিস্থিতি জানতে। কিন্তু ভারতীয় দলের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

এই চোট ভারতের পরিস্থিতিটা আরও কঠিনই করে তুলল। সদ্যজাত সন্তানকে সময় দিতে ভারতীয় অধিনায়ক এখনও দলের সঙ্গে যোগ দেননি। প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনাও ক্ষীণ। তার অনুপস্থিতিতে শুবমান গিলকেও ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল।

একই ভূমিকায় ভাবা হচ্ছিল লোকেশ রাহুলের নামও। শুক্রবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তিনি কনুইয়ে চোট পেয়েছিলেন। প্রসিধ কৃষ্ণর বলে চোটটা পেয়েই তাকে মাঠ ছাড়তে হয়।

এমন সব চোটের কারণে এখন বিকল্প হিসেবে ভাবা হচ্ছে দেবদূত পাড়িক্কালকে। তিনি এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। সফর শেষ করার পরও তাকে সেখানেই থেকে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

সম্পর্কিত খবর