পাকিস্তানের বিদায়ের দিনে হারিসের বিব্রতকর রেকর্ড
কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে হারের পর আনুষ্ঠানিকভাবে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো পাকিস্তানের। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বিশ্ব ক্রিকেট মঞ্চে সমালোচনার ঝড় বয়ে গেছে বাবর আজমদের ওপর দিয়ে। এরই মাঝে পাকিস্তানের বোলার হারিস রউফ নিজের নামে যুক্ত করেছেন একটি বিব্রতকর রেকর্ড।
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছিলেন হারিস। ডানহাতি এই পেসার গতকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট তুলে নিয়েছেন, যার জন্য তাকে হজম করতে হয়েছে ৬৪ রান। বিশ্বকাপের ৯ টি ম্যাচ খেলে তিনি মোট দিয়েছেন ৫৩৩ রান। যেকোনো বিশ্বকাপ আসরে ইতিহাসে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।
এর আগে ২০১৯ বিশ্বকাপে ইংলিশ স্পিনার আদিল রশিদের নামে ছিল এই রেকর্ডটি, তিনি হজম করেছিলেন ৫২৬ রান।
আগামী চার বছর এই রেকর্ডের তকমা বয়ে বেড়াতে হবে পাকিস্তানের অন্যতম এই গতিদানবকে। তবে এই কাতারে আরও দুইজন রয়েছেন, তারা হলেন অজি পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এবারের আসরে প্রথম পর্বের নয় ম্যাচে স্টার্ক ৪৩৯ ও কামিন্স ৪৩০ রান দিয়েছেন। অস্ট্রেলিয়া যদি সেমিফাইনাল টপকে ফাইনালেও ওঠে, সেক্ষেত্রে অজি দুই পেসারের নামের পাশে যোগ হবে আরও কিছু রান। এতে রউফের রেকর্ডটি হয়তো রেহাই পেলেও পেতে পারে।