বাফুফে প্রাঙ্গণ থেকে শেষ বিদায় জাকারিয়া পিন্টুর

বাফুফে প্রাঙ্গণ থেকে শেষ বিদায় জাকারিয়া পিন্টুর

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাতে শোক জানিয়েছিল। আজ বাফুফে প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। সোমবার দুপুর নাগাদ তিনি চলে যান না ফেরার দেশে। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

আজ সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

তার জানাজায় হাজির হয়েছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ তার কমিটি। সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলে অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন সেখানে।  

সম্পর্কিত খবর