মুরাদের হ্যাটট্রিকের পর বাংলাদেশের ড্র

মুরাদের হ্যাটট্রিকের পর বাংলাদেশের ড্র

একে তো ম্যাচের দৈর্ঘ্য আগেই কমে এসেছি। তার ওপর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একাদশের এই প্রস্তুতি ম্যাচে বারবার বাগড়া দিচ্ছিল বৃষ্টি, তার ফলে যা হওয়ার তাই হয়েছে; ম্যাচটা ড্র হয়েছে। তবে শেষ দিনে বোলাররা বেশ পারফর্ম করেছেন। বিশেষ করে হাসান মুরাদ আলো কেড়ে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক করে। তাতে বেশ আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটা শেষ করেছে সফরকারীরা। 

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৫৩/৭ রানের জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের স্কোরকার্ড রোববার দিনের খেলা শেষে ছিল ৫/১। তবে সোমবার তাদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। মাত্র ২৭.৪ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় তারা।  

বাংলাদেশের তরুণ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ বল হাতে জ্বলে ওঠেন। তিনি হ্যাটট্রিকসহ অসাধারণ বোলিংয়ে ৩ উইকেট নেন মাত্র ১ রানের বিনিময়ে। এছাড়া হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ধ্বংসস্তূপে পরিণত করেন।  

বাংলাদেশের ইনিংসের প্রধান অবদান রাখেন জাকের আলি (৪৮), মাহিদুল ইসলাম (৪১), এবং লিটন দাস ও মুমিনুল হক, যাদের দুজনই করেন ৩১ রান।  

বৃষ্টির কারণে খেলাটি যথেষ্ট দীর্ঘায়িত না হলেও বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এই ম্যাচটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

সম্পর্কিত খবর