কোকেন সেবন করে নিষিদ্ধ নিউজিল্যান্ড অলরাউন্ডার
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল কোকেন সেবনের কারণে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। সোমবার নিউজিল্যান্ডের স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী ব্রেসওয়েল জানুয়ারিতে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের পর মাদক পরীক্ষায় পজিটিভ হন।
কমিশন জানিয়েছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরে এই পদার্থ ব্যবহার করেছেন, যা সরাসরি খেলার সঙ্গে সম্পর্কিত নয়। যার ফলে প্রাথমিক তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। তবে তা এক মাসে নেমে এসেছে, কারণ তিনি একটি পুনর্বাসন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
কমিশনের প্রধান নির্বাহী রেবেকা রোলস বলেন, খেলোয়াড়দের ওপর ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার দায়িত্ব আছে। তিনি বলেন, ‘কোকেনসহ সব বিনোদনমূলক মাদক অবৈধ এবং এটা খেলোয়াড় ও তাদের সতীর্থদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।’
‘খেলাধুলার সব স্তরে এটা একটা গুরুতর সমস্যা। আমরা এটা মোকাবিলা করতে ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই।’
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিক ব্রেসওয়েলের আচরণের সমালোচনা করে বলেন, ‘ডগ তার ভুলের দায় সম্পূর্ণভাবে স্বীকার করেছেন। তার এই আচরণ নিজেকে হতাশ করেছে এবং এর পরিণতি সে মেনে নিয়েছে।’
উইনিক আরও বলেন, ‘একটি সংগঠন হিসেবে আমরা ডগকে সহায়তা করতে থাকব। সে আমাদের প্রত্যাশাগুলোর বিষয়ে সম্পূর্ণ সচেতন আছে।’ ডগ ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।