চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি ডাচরা
২০২৩ বিশ্বকাপ আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ভারত ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষের ও তলানির এই দুই দল।
দল হিসেবে স্বাগতিকরা এই আসরে অপ্রতিরোধ্য। অন্য কোনো দলই মাথা তুলে দাঁড়াতে পারেনি তাদের সামনে। টানা ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই একক আধিপত্য দেখিয়েছে তারা।
অপরদিকে নেদারল্যান্ডসের জন্য আজকের ম্যাচটি বিশ্বকাপের মঞ্চে কোনো প্রভাব না রাখলেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ ভারতের বিপক্ষে জয় পেয়ে গেলে ৬ পয়েন্টের সাথে টেবিলের অষ্টমে উঠে আসবে ডাচরা। এতে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত হয়ে যাবে তাদের।
বড় মাপের কোনো অঘটন না ঘটলে এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের আসরের প্রথম অঘটনটি ডাচরাই ঘটিয়েছিল। এবারও এমনটা করে ফেললে বাংলাদেশের জন্য ব্যাপারটি মোটেও সুখকর হবে না।
অন্যান্য বড় পরাশক্তিদের হারিয়ে আজ শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে অবশ্যই হারের স্বাদ পেতে চাইবেন না রোহিত-কোহলিরা। তাই জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামবে ভারত। অপরপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে চাইবে নেদারল্যান্ডস। প্রথম পর্বের শেষ ম্যাচে কারা আজ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে তা দেখা এখন সময়ের অপেক্ষা।