বিশ্বকাপের আগে পদত্যাগ করছেন মেসিদের কোচ

বিশ্বকাপের আগে পদত্যাগ করছেন মেসিদের কোচ

আসছে বছর প্রথম বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তার ঠিক আগে দলটা ধাক্কাই খেতে যাচ্ছে। দলটির কোচ জেরার্ডো মার্টিনো ক্লাব ছাড়ছেন!

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ক্লাব ছাড়ছেন বলে মঙ্গলবার এএফপি জানিয়েছে। 'টাটা' নামে পরিচিত এই আর্জেন্টাইন কোচ ক্লাবের নিয়মিত মৌসুমে সাফল্য এনে দিলেও এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় মায়ামি।  

গত বছরের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। লিওনেল মেসির যোগদানের পর ক্লাবের পরিবর্তনের অংশ হিসেবে তিনি কোচ হিসেবে আসেন। তাঁর প্রথম মৌসুমেই দলকে লিগস কাপ জিতিয়ে সফল সূচনা করেন।  

চলতি বছর ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমে দারুণ পারফর্ম করে, সেরা রেকর্ডের জন্য সাপোর্টার্স শিল্ড জিতে নেয়। এর মাধ্যমে তারা ফিফার পরবর্তী ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয়। তবে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে মার্টিনোর পুরোনো ক্লাব আটলান্টার কাছে হেরে বিদায় নেয় মায়ামি।  

মার্টিনোর "ব্যক্তিগত কারণ" সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ক্লাব জানিয়েছে, শুক্রবার ক্লাব কো-অনার জর্জ মাস এবং ফুটবল অপারেশনের সভাপতি রাউল সানলেহির সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবেন মার্টিনো।  

পারাগুয়ের জাতীয় দলের কোচ হিসেবে ২০১১ কোপা আমেরিকায় রানার্সআপ করা মার্টিনো নিউওয়েলস ওল্ড বয়েজে কোচিংয়ে সুনাম কুড়ান। পরে বার্সেলোনার কোচ হিসেবে ২০১৩-১৪ মৌসুমে দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবেও তিনি দুই বছর দায়িত্বে ছিলেন।  

মার্টিনো ২০১৬ সালে আটলান্টা ইউনাইটেডে যোগ দিয়ে ২০১৮ সালে এমএলএস কাপ জেতান। এরপর মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ২০২২ সালের নভেম্বর পর্যন্ত সেখানে কাজ করেন। ইন্টার মায়ামির জন্য মার্টিনোর বিদায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সম্পর্কিত খবর