মার্তিনেজের স্মরণীয় গোলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি
পেরুর বিপক্ষে আর্জেন্টিনা আজ জিতেছে লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে। গোলটা চাইলে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন লাওতারো। দৃষ্টিনন্দন ওই গোল তার ধরন ছাড়াও স্মরণীয় বটে, এই গোলেই যে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন তিনি।
তবে এই স্মরণীয় গোলে মেসিও গড়ে ফেলেছেন রেকর্ড। শুধু রেকর্ড নয়, রীতিমতো বিশ্বরেকর্ড। মেসি বনে গেছেন আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা।
পেরুর বিপক্ষে এই অ্যাসিস্টের পর আন্তর্জাতিক ফুটবলে মেসির অ্যাসিস্ট সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৮-তে। এই সংখ্যায় তিনি যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডানোভান এবং ব্রাজিলের নেইমারকে ছুঁয়ে ফেলেছেন মেসি।
এদিকে মার্তিনেজের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। এই গোলের মাধ্যমে তিনি ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন তিনি। এছাড়াও আরেক কিংবদন্তি গঞ্জালো হিগুয়েইনকে ছাড়িয়ে গেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
লাওতারো নিশ্চয়ই এখানেই থামতে চাইবেন না। তালিকায় আরও উপরে ওঠার সুযোগ আছে তার সামনে। আর তিন গোল করলেই এরনান ক্রেসপোকে ছাড়িয়ে যাবেন তিনি।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির দখলে। ১১২ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৫৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ৪২ গোল নিয়ে তৃতীয় সার্জিও আগুয়েরো। ক্রেসপোর গোল সংখ্যা ৩৫। তালিকার দ্বিতীয় স্থানে সহসাই উঠে আসার সম্ভাবনা আছে মার্তিনেজের।