বাবরকে শেখার জন্য আরও সময় দিতে হবে, বললেন আর্থার
বিশ্বকাপের এবারের আসরে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান দল। পরপর শোচনীয় কয়েকটি হারের সম্মুখীন হয়েছে তারা। এই দূর্দশার জন্য বেশিরভাগ বিশ্লেষক এবং সমালোচকেরা দায়ী করছেন বাবর আজমের অধিনায়কত্বকে। তবে এত নেতিবাচক কথার ভীড়েও বাবরের পক্ষ নিয়ে বলেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার।
এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রানে হেরে বিশ্বকাপ সফর শেষ করল পাকিস্তান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্থার বলেন, “যতক্ষণ আপনি সেই ভুলগুলি থেকে শিখবেন, ততক্ষণ পর্যন্ত ভুল করা কোনো অপরাধ নয়। আমি বাবরের সঙ্গেই আছি। সে আমার খুব কাছের।”
নয় ম্যাচে বাবরের মোট রান ৩২০, স্ট্রাইক রেট ৮২.৯। এর মাঝে ৫ টি হাফ সেঞ্চুরি রয়েছে। এবারের আসরে বাবর যে খুব বেশি খারাপ ব্যাটিং করেছেন এমনটাও মানতে নারাজ আর্থার, “সে বড় হচ্ছে এবং আমাদের তাকে সময় দিতে হবে।”
তবে তিনি এটা স্বীকার করেছেন যে এর চেয়েও ভালো করার সামর্থ্য আছে বাবরের। তিনি আশা করেন সামনে বাবর তার দলকে জেতাতে আরও বড় ভূমিকা রাখবেন এবং নিজের সর্বোচ্চটাই মাঠে খেলে দেখাবেন।