বিশ্বকাপে সরাসরি খেলতে চায় বাংলাদেশ

বিশ্বকাপে সরাসরি খেলতে চায় বাংলাদেশ

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে বসবে নারী বিশ্বকাপের আসর। সে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি জায়গা করে নিতে চায়। দলের জন্য এই রাস্তাটা বেশ কঠিন। তবে নিগার সুলতানা জ্যোতির দল সে কঠিন সমীকরণ মিলিয়েই বিশ্বকাপে জায়গা করে নিতে চায়।

আইসিসি নারী সুপার লিগের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সুপার লিগে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম। সিরিজ বাকি আছে দুটো। যার প্রথমটা হবে চলতি মাসের শেষে ঘরের মাঠে, এরপর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে নয়ে থাকা বাংলাদেশকে পরের ৬টি ম্যাচেই জিততে হবে। তবেই মিলবে সরাসরি বিশ্বকাপে যাওয়ার টিকিট।

তবে আপাতত নিগারদের ভাবনা ঘরের মাঠে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজে। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজটা থেকে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিতে চায় স্বাগতিকরা। আজ টাইটেল স্পনসর ঘোষণার অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপের (ওয়ানডে) আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয়টা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল জানালেন, এই সিরিজের জন্য বহু আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে দল। তিনি বলেন, ‘আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে। ১ তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা। ওরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল। বিশ্বকাপ খেলেছে। এরপর কিছুদিন খেলার বাইরে ছিল। এখন আবার ফিরেছে। এই সময়টায় আমাদের ভালোই উন্নতি হয়েছে। এখন দেখা যাক, মাঠে আমরা কেমন করি।’

সম্পর্কিত খবর