হেম্প যাচ্ছেন না, উইন্ডিজে বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিন

হেম্প যাচ্ছেন না, উইন্ডিজে বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টার মতো সময় বাকি। তবে এই সময়ও বাংলাদেশ শিবিরে যোগ দেননি দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাকে পাঠানো হয়নি সেখানে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রায় এক মাস দীর্ঘ সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দেখভাল করবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

হেম্পকে প্রধানত বাংলাদেশের বাংলাদেশে ক্রিকেট বোর্ড এইচপির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। এরপর চলতি বছরের মে মাসে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়।

তবে সেই হেম্পকে বাংলাদেশ আর ব্যাটিং কোচ হিসেবে রাখছে না। তাকে ফেরত পাঠানো হতে পারে এইচপি দলেই। তার অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মোহাম্মদ সালাউদ্দিনকেই রাখা হবে ব্যাটিং কোচ হিসেবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইন চার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হেম্প এই সিরিজের অংশ নন। এই মুহূর্তে আলোচনাটা স্রেফ এই সিরিজ নিয়েই। সালাউদ্দিন স্যার দলের সঙ্গে আছেন, ব্যাটিংয়ের দেখভাল তিনিই করবেন।’

এই সিরিজে অ্যানালিস্ট মহসিন শেখকেও পাচ্ছে না বাংলাদেশ দল। দুই বছরের জন্য তাকে বিসিবি নিয়োগ দিয়েছিল চলতি বছরের মে মাসে। নাফিস এই বিষয়ে বলেন, ‘তিনি এই সফরে যাননি। বোর্ড সবকিছু বিবেচনায় রেখেছে। তার এখনও চুক্তি আছে।’

এই সিরিজের জন্য বিসিবি পারফর্ম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে অক্ষয় হিরামাথকে।

সম্পর্কিত খবর