উইন্ডিজেও স্বপ্নের মতো সিরিজ চায় বাংলাদেশ

উইন্ডিজেও স্বপ্নের মতো সিরিজ চায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট যেন হারের বৃত্তেই বন্দি হয়ে আছে। ভারত, দক্ষিণ আফ্রিকার পর আফগানিস্তান সিরিজেও হেরেছে দলটা। এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্তর দলের সবশেষ সুখস্মৃতি হয়ে আছে পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজটা। দেয়ালে পিঠ ঠেকে গেলেও উইন্ডিজের মাটিতে পাকিস্তান সফরের মতোই স্বপ্নের এক সিরিজ চায় বাংলাদেশ।

আগামী শুক্রবার অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। এই সিরিজে বাংলাদেশ নামছে রাওয়ালপিন্ডির অনুপ্রেরণা নিয়ে। বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের ভালো প্রত্যাশাই থাকবে। অবশ্যই টেস্ট ম্যাচ জেতার চিন্তা, শুরু অন্তত করতে পারি টেস্ট ম্যাচ জিতব বলে।’

উইন্ডিজে পাকিস্তান সফরের সুখস্মৃতির পুনরাবৃত্তি চান রাজ্জাক। তিনি বলেন, ‘সবসময় যে ক্লিক করে সেটা না। আমি আশা করব প্রত্যেকটা বিভাগ জ্বলে উঠবে। যেমন পাকিস্তানে স্বপ্নের মতো টেস্ট সিরিজ খেলেছি। আমি আশা করব ওয়েস্ট ইন্ডিজেও ওভাবেই খেলে দেশে ফিরব, বিশেষ করে টেস্ট সিরিজ।’

আগামী শুক্রবার অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট। এরপর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ নভেম্বর। এরপর দুই দল খেলবে তিনটি ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টির সিরিজ দিয়ে পর্দা নামবে এই সিরিজের।

সম্পর্কিত খবর