‘নকল’ করতে চান না অধিনায়ক বুমরাহ
রোহিত শর্মা নেই। পিতৃত্বকালীন ছুটিতে তিনি এখন অবস্থান করছেন ভারতে। তার জায়গায় কাল থেকে পার্থে শুরু হতে যাওয়া বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তার ভূমিকায় বেশ সফল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অজিদের জিতিয়েছেন বিশ্বকাপও। তবে তার প্রধান ভূমিকাটা থাকে পেসারের। রোহিতের অনুপস্থিতিতে বুমরাহও ভারতের অধিনায়ক, বিষয়টা বেশ বিরল একটা দৃশ্যের অবতারণা ঘটাল আজ, দুই অধিনায়কই পেসার, এমন দৃশ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর দেখা যায় না!
ফটোসেশনের পর সংবাদ সম্মেলন, সেখানেও বুমরাহর অধিনায়কত্ব, তার ভাবনা নিয়েই প্রশ্ন চলল বেশি। ভারতের হয়ে অধিনায়কের ব্যাটন পেয়েছেন কিংবদন্তি সব খেলোয়াড়। তবে বুমরাহ নিজের মতো করেই অধিনায়কত্বটা করতে চান। তিনি বলেন, ‘নিজের ধরনটা এখানে খুঁজে বের করাটা জরুরি। আপনি কাউকে অন্ধভাবে অনুকরণ করতে পারবেন না।’
তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই রোহিত আর কোহলি অনেক সফল। তবে আমার ধরনটা হচ্ছে, আমি কখনও কাউকে অনুসরণ করিনি, নিজের বোলিংয়ের ক্ষেত্রেও, বিষয়টা আপনারা দেখেছেনও হয়তো। আমি আমার সহজাত প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছি। এভাবেই আমি আমার ক্রিকেটটা খেলেছি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অভিষেকের পর থেকে তিনি ৪০ টেস্টে ১৭৩ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তো তিনি আরও সফল। ৭ টেস্টে ৩২ উইকেট নিয়েছেন এখানে। বুমরাহ তার সে বোলার স্বত্বাতেই ভরসা রাখছেন দ্বৈত ভূমিকায় পা রেখে।
তিনি বলেন, ‘আমার সহজাত প্রবৃত্তির ওপর অনেক বিশ্বাস আছে আমার। এটা আমার বড় অস্ত্র। কৌশলগতভাবে বোলার হিসেবে আপনাকে পরিকল্পনা করতে হয়, কী করণীয় তা নিয়ে আপনার ভালো জ্ঞান থাকতে হয়, ম্যাচের মাঝামাঝিতে সমন্বয় করতে হয়। আমি সবগুলো দিক সামলানোর চেষ্টা করি।’