পার্থ টেস্টে কেমন হবে ভারতের একাদশ?

পার্থ টেস্টে কেমন হবে ভারতের একাদশ?

অপেক্ষার প্রহর শেষ। বহুল প্রতীক্ষিত বোর্ডার গাভাস্কার সিরিজ শুরু কাল সকাল থেকে। পার্থের অপটাস স্টেডিয়ামে কাল সকালে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারত।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের একাদশটাকে দেখলে আপনার কাছে অচেনাই মনে হতে পারে। ব্যক্তিগত কারণ, চোটাঘাত আর ছন্দহীনতার কারণে ভারতের নিয়মিত অনেক ক্রিকেটারই খেলতে পারবেন না এই ম্যাচে।

শুরুটা করা যাক রোহিত শর্মাকে দিয়ে। তিনি ভারতের অধিনায়ক, পিতৃত্বকালীন ছুটির কারণে তার এই ম্যাচে খেলা হচ্ছে না। দ্বিতীয় ম্যাচ থেকে আবার দায়িত্বে ফিরে আসবেন তিনি। তার জায়গায় এই ম্যাচে ওপেন করবেন লোকেশ রাহুল।

এরপর শুবমান গিল, শেষ মুহূর্তে চোট পেয়েছেন তিনি, যার ফলে তারও খেলা প্রায় অনিশ্চিত। তার জন্য শেষ মুহূর্তে দেবদূত পাড়িক্কালকে দলে ভিড়িয়েছে ভারত। ম্যাচেও দেখা যেতে পারে তাকেই।

শেষ এক বছরে ভারত একাদশে প্রায় নিয়মিত সরফরাজ খান এই ম্যাচে না থাকার সম্ভাবনা প্রবল, কারণ ডাউন আন্ডারে তার অভিজ্ঞতার অভাব। ভারত এ দলের হয়ে পারফর্ম করা ধ্রুব জুরেলকে দেখা যেতে পারে ভারত ব্যাটিং অর্ডারের ৬ নম্বরে।

এদিকে ছন্দহীনতার কারণে মোহাম্মদ সিরাজকে দেখা না যেতে পারে এই ম্যাচে। তার জায়গাটা নিতে পারেন দারুণ ফর্মে থাকা প্রসিধ কৃষ্ণ।

ভারতের সম্ভাব্য একাদশ–
লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদূত পাড়িক্কাল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, নিতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ।

সম্পর্কিত খবর