অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে রাখলেন বুমরাহ

অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে রাখলেন বুমরাহ

ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক যশপ্রীত বুমরাহ জানিয়ে দিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশের হতাশা ভুলে তারা নতুন উদ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত। শুক্রবার পার্থে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজটা শুরুর আগে দেশ থেকে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে গেছে ভারত। তবে সে স্মৃতি মুছে ফেলে কাল থেকে নতুনভাবে শুরু করতে চান ভারত অধিনায়ক। বুমরাহ বলেন, ‘ক্রিকেটের সৌন্দর্য হলো, আপনি জিতুন বা হারুন, সবকিছু নতুনভাবে শুরু করতে হয়। নিউজিল্যান্ড সিরিজ আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু আমরা তা ভুলে নতুন মানসিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুত হচ্ছি। ভিন্ন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ।’

শেষ কিছু দিন ধরে কোহলির ফর্ম পক্ষে কথা বলছে না। সে ছন্দহীনতা কাটিয়ে উঠতে অপটাস স্টেডিয়ামে বাড়তি সময়ও দিয়েছেন ব্যাটিংয়ে। তবে বুমরাহর মতে, বিরাট কোহলি এখনো বিপক্ষের জন্য হুমকি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাত্র ১৫ গড়ে রান করলেও এবং গত পাঁচ বছরে মাত্র দুটি টেস্ট সেঞ্চুরি করলেও, অস্ট্রেলিয়ায় কোহলির রেকর্ড অনবদ্য। সেখানে তার ব্যাটিং গড় ৫৪.০৮।

বুমরাহ বলেন, ‘কোহলি আমাদের দলের অন্যতম সেরা পেশাদার। তার আত্মবিশ্বাস বর্তমানে চমৎকার। অনুশীলনে যেভাবে দেখেছি, তাতে প্রতিপক্ষের জন্য পরিস্থিতি শঙ্কাজনক।’

সম্পর্কিত খবর