বাংলাদেশকে হারাতে মরিয়া উইন্ডিজ

বাংলাদেশকে হারাতে মরিয়া উইন্ডিজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনা বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই নেই। তবে তাই বলে কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজটা আদৌ ‘ডেড রাবার’ নয়। বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে চায় উইন্ডিজ।

গেল আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে দলটা। তবে এরপরের টেস্টে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায়। বছরের শেষ সিরিজে বাংলাদেশকে হারাতে মরিয়া দলটা। বিষয়টা জানিয়েছেন উইন্ডিজের কোচ আন্দ্রে কুলি।

এই সিরিজের গুরুত্ব সম্পর্কে কুলি বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ (জয়ে বছর শেষ করা)। কারণ, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

২০২২ সালের সফরে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সে ধারাটা এবারও ধরে রাখতে চান কুলি।

এবার প্রস্তুতির শুরুতে তিন চার দিন বৃষ্টি হয়েছে অ্যান্টিগায়। তবে এরপরও নিজেদের প্রস্তুতিকে বেশ ভালো বলছেন কুলি। তিনি বলেন, ‘এর আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে।’

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ...বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই চারটি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত খবর