বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে আজ মুখোমুখি বসুন্ধরা ও মোহামেডান
বাংলাদেশ ফুটবলের ২০২৪-২৫ মৌসুম আজ থেকে শুরু হতে যাচ্ছে নতুন আঙ্গিকে আয়োজিত এক ম্যাচের বিশেষ টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে। এই টুর্নামেন্টে মুখোমুখি হবে বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স-আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা হবে ঢাকার বসুন্ধরা কিংস এরিনায়।
ইংল্যান্ডের কমিউনিটি শিল্ড থেকে অনুপ্রাণিত এই টুর্নামেন্টে লিগ চ্যাম্পিয়নরা এফএ কাপ বিজয়ীদের মুখোমুখি হয়। তবে গত মৌসুমে বসুন্ধরা কিংস লিগ এবং ফেডারেশন কাপ উভয় শিরোপাই জেতায় রানার্স-আপ মোহামেডানকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
গত মৌসুমে বসুন্ধরা কিংস এবং মোহামেডান চারবার মুখোমুখি হয়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচগুলোর তিনটিতে জয়ী হয়েছিল কিংস, এবং একবার জয় পেয়েছিল মোহামেডান।
বসুন্ধরা কিংস এবারের ম্যাচে কিছুটা কোণঠাসা অবস্থায় নামছে। তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিও এবং ডরিয়েলতন গোমেসের দলত্যাগ আক্রমণভাগে বড় প্রভাব ফেলেছে। গত মাসে ভুটানে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগে টানা তিনটি পরাজয় কিংসের সাম্প্রতিক দুর্বলতার ইঙ্গিত দেয়।
তবে কিংস এখনও স্থানীয় প্রতিপক্ষদের বিরুদ্ধে বেশ শক্তিশালী। দলটির রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা বলেন, ‘ভুটানে পরাজয়ের পর দলকে পুনরায় প্রস্তুত করেছি। খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দেবে, তবে কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি এই কাজটি কঠিন করে তুলেছে।’
অন্যদিকে, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ নতুন মৌসুম শুরু করার এই ভিন্নধর্মী সুযোগ নিয়ে বেশ আগ্রহী। তিনি বলেন, ‘মৌসুমের শুরুতেই ফাইনাল খেলা আমাদের জন্য নতুন ব্যাপার। আমরা এটি নিয়ে উচ্ছ্বসিত।’
মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান বলেন, ‘চ্যালেঞ্জ কাপ আমাদের জন্য নতুন একটি সুযোগ। আমরা প্রস্তুত এবং এই শিরোপাটি ঐতিহ্যবাহী মোহামেডানে নিয়ে আসতে চাই।’