উইন্ডিজের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উইন্ডিজের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

অধিনায়ক তো বটেই, বড় তারকাদের ছাড়াই আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ যখন মাঠে নামবে বাংলাদেশ তখন দলটার অধিনায়কত্ব করবেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে একাদশ কেমন হবে, তা নিয়ে আছে প্রশ্ন।

বাংলাদেশের ওপেনিং বেশ অনেক দিন ধরেই দলকে ভাবনায় রেখেছে। শেষ ১০ ইনিংসে ফিফটি জুটিই হয়েছে মোটে ৩টি। সেঞ্চুরি তো দূর অস্ত। দলে যখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মেহেদি হাসান মিরাজ নেই, তখন এই জুটিকে দায়িত্ব নিতে হবে আরও।

দলে ব্যাটার সংকটের কারণে ওপেনিং জুটিতে বদল আসার সম্ভাবনা ক্ষীণ। সাদমান ইসলামের সঙ্গে মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের একজন ইনিংসের গোড়াপত্তন করবেন, অন্যজনকে দেখা যেতে পারে তিনে।

সবশেষ টেস্টে পজিশন নড়ে গেলেও এই টেস্টে চারে মুমিনুল হককেই দেখা যেতে পারে। শাহাদাত হোসেন দীপুর জায়গা হতে পারে পাঁচে। অসুস্থতা কাটিয়ে দলে ফেরা লিটন দাস উইকেটরক্ষণের কাজ করবেন, তিনি নামবেন তাই ছয় নম্বরে। এরপর জাকের আলী, মেহেদি হাসান মিরাজকে নিয়ে গড়া হবে ব্যাটিং লাইন আপ।

অ্যান্টিগার পেস সহায়ক উইকেটে তিন পেসার খেলানোটা খুবই যৌক্তিক বিষয় হতো। কিন্তু দলের ব্যাটিং অর্ডারের ক্রমাগত ব্যর্থতা আর অভিজ্ঞদের না থাকার ফলে আট ব্যাটার খেলানোর রক্ষণাত্মক কৌশলেই হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। যার ফলে এক পেসার কম খেলাতে হবে দলকে।

দুই পেসার হতে পারেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম। স্পিন বিভাগে তাকে সঙ্গ দেবেন অধিনায়ক মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সম্পর্কিত খবর