কর্পোরেট ক্রিকেটে ক্যাডেট ও ব্র্যাকের জয়

কর্পোরেট ক্রিকেটে ক্যাডেট ও ব্র্যাকের জয়

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের টি-৪০ ফরম্যাটে জয় পেয়েছে ক্যাডেট একাদশ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৯৬৯৮ ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ক্যাডেট একাদশ। বিকেএসপিতে অনুষ্ঠিত অপর ম্যাচে ব্র্যাক ব্যাংক ৪৩ রানে সিপিপি-কে হারিয়েছে।

শুক্রবার টস জিতে ব্যাংট করতে নামা ৯৬৯৮ ক্লাব ভাল সূচনা পেয়েছিল। ৪.৪ ওভারে ৩৬ রান তোলার পর প্রতিপক্ষের বোলিং তোপে ব্যাকফুটে যেতেও সময় লাগেনি। ২৫.১ ওভারে অলআউট হওয়ার আগে ১০৭ রান তোলে দলটি। রাশেদ ওসমান (১৮), হুসেইন মো. রাব্বি (১৬), নাঈম হোসেন (১৫) ও আসিফ ইসলাম খান (১১) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

ক্যাডেট একাদশের একেএম হুসনা হাবিব মেহেদি ১২ রানে ৪ উইকেটে নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন ফখরুল আলম ও শওনাক আবরার। জবাবে একেএম হুসনা হাবিব মেহেদির ৫৬ এবং রাফি ফাইরোজ হকের অপরাজিত ৩৬ রানের কল্যাণে ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্যাডেট একাদশ। অলরাউন্ড নৈপুণ্যর জন্য একেএম হুসনা হাবিব মেহেদি ম্যাচ সেরা হয়েছেন।

অন্য ম্যাচে সিপিপি টস জিতে ব্র্যাক ব্যাংককে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। মো. আলাউদ্দিন মনা ব্র্যাক ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া দলীয় সংগ্রহকে সমৃদ্ধ করেছেন তৌহিদুল ইসলাম জনি (৩৮), শাহরিয়ার ইসলাম সুমন (৩৩), এহসান বণিক (১৭), শুভলাব দত্ত চৌধুরী (১৩)। সিপিপির ইকবাল হোসেন ও মোহাম্মদ ইসাম তিনটি করে উইকেট নিয়েছেন।

জবাবে শাহেদ হাসান খানের অপরাজিত ৫০ রান এবং কামরুল হাসানের ৪২ রানের ইনিংসের পরও নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ১৬২ রানে আটকে যায় সিপিপির ইনিংস।

সম্পর্কিত খবর