টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস ভাগ্য বাংলাদেশের সঙ্গে থাকল। অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ শুক্রবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টেস্ট ক্যারিয়ায়ের ৫০তম ম্যাচটি খেলতে নেমেছেন মিরাজ। এই ম্যাচ দিয়ে টেস্টে নেতৃত্বের অভিষেকও হচ্ছে তার। দলে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে রেকর্ড ভাল নয় বাংলাদেশের। ২০ টেস্ট খেলে মাত্র ৪টিতে জয়। ২টি ড্র। বাকি ১৪ টেস্টে হার।

এই অ্যান্টিগায় সবশেষ ম্যাচে ২০২২ সালে বাংলাদেশ হার মেনেছিল ৭ উইকেটে। এখানেই ফের লড়াই।

তিন পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজিয়েছে- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। স্পিনে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।

সম্পর্কিত খবর