উইন্ডিজকে চাপে রাখল বাংলাদেশ
টস জিতে মেহেদী হাসান মিরাজের বোলিং নেওয়ার সিদ্ধান্তটা যৌক্তিক করে তুলেছেন বাংলাদেশের বোলাররা। আরেকটু সরাসরি বলা যায় তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সকালটা স্বস্তিতে কাটল বাংলাদেশের।
অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ শুক্রবার টসে জিতে বোলিং করতে নেমেছে সফরকারীরা। টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান। দুটি উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ।
টেস্ট ক্যারিয়ায়ের ৫০তম ম্যাচটি খেলতে নেমেছেন মিরাজ। এই ম্যাচ দিয়ে টেস্টে নেতৃত্বের অভিষেকও হচ্ছে তার। তিন পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজিয়েছে- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। স্পিনে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
এ অবস্থায় পেসাররাই চাপে রেখেছে উইন্ডিজ ব্যাটারদের। ২৫ রানে শুরুর জুটি ভাঙেন তাসকিন। ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান তিনি। ব্যাটিংয়ে ৩৮ বলে ৪ রান করেন তিনি। এরপর কেসি কার্টিকেও আউট করেন তাসকিন। স্টাম্পের বল লেগে খেলতে চেয়েছিলেন কার্টি। একটু থেমে আসা বল ব্যাটে লেগে চলে যায় তাইজুল ইসলামের হাতে। ৮ বল খেলে কোন রান করতে পারেননি কার্টি।
এটি মিরাজের টেস্ট ক্যারিয়ায়ের ৫০তম ম্যাচ। ২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মিরাজের।