টসে জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে টস জিতে ডাচদের ফিল্ডিংয়ে পাঠালেন অধিনায়ক রহিত শর্মা।
ভারতের জন্য আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হলেও ডাচদের জন্য আজকে জয় পাওয়া জরুরি। এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে তারা।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশঃ ম্যাক্স ও'ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভন বিক, রোয়েলফ ভন ডের মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন।