গায়ানা দলে যোগ দিলেন সাকিব
বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চ্যাম্পিয়নদের নিয়ে উইন্ডিজ ক্রিকেট আয়োজন করছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, যা গ্লোবাল সুপার লিগ নামে পরিচিত। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স দল বাদেও আছেন আরও একজন, তিনি তানজিম হাসান সাকিব। সেই তিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে ইতোমধ্যেই দলটিতে যোগ দিয়েছেন।
বিপিএলের একটি দল খেললেও বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। গ্লোবাল সুপার লিগের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে গায়ানা। গতকাল দলটির সঙ্গে যোগ দিয়েছেন তিনি, যেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
চোটের কারণে সাকিবের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। চোটের কারণে তিনি শেষ অনেক দিন ধরেই দলে ছিলেন না। তার এনওসি পেতে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হতো। সেটা হওয়ার পর গত সোমবার বিসিবির অনুমতি পেয়েছেন তিনি।
লিগটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে– বাংলাদেশের রংপুর রাইডার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।