বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দিতে চায় উইন্ডিজ
বাংলাদেশের বিপক্ষে গতকাল উইন্ডিজের শুরুটা ছিল বেশ ধীরগতির। তবে দিনের শেষ দিকে ঠিকই গতি বাড়িয়ে ২৫০ রান নিয়ে দিন শেষ করেছে। এবার তাদের লক্ষ্য বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দেওয়া। গতকাল দিনের শেষে বিষয়টা জানালেন দলটির ওপেনিং ব্যাটার মিকাইল লুইস।
গতকাল বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ৮৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল স্বাগতিকদের। এরপর লুইস আর আলিক এথানেজের ১৪০ রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ।
শেষ দিকে কয়েক ওভারের ব্যবধানে লুইস আর আলিকের দুজনেই বিদায় নেন। বাংলাদেশ ম্যাচে ফেরে তাতে। যদিও সফরকারীদের হুমকি শেষ হয়ে যায়নি এখনও। জাস্টিন গ্রিভস আর জশুয়া ডি সিলভা আছেন ক্রিজে। তাদের ব্যাটে চড়েই ৪০০ রান করতে চায় স্বাগতিকরা।
লুইস বলেন, ‘আমি মনে করি আমরা শক্তিশালী অবস্থানে আছি। আমাদের জাস্টিন আর জশুয়া আছে ক্রিজে, তারা ভালো একটা জুটি গড়ে দেবে বলে আশা করছি। এই উইকেটে আমি ৪০০ রানের বেশি আশা করছি।’
প্রথম সেশনে স্বাগতিকদের ৫০ রান তুলতে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সুতোয় ঢিল দেননি তাসকিনরা। ৬৬ রান উঠেছে দ্বিতীয় সেশনে। তবে শেষ সেশনে লুইস আর আলিক মিলে গতি বাড়িয়েছেন।
নিজেদের প্রথম দিন নিয়ে লুইস বলেন, ‘এ ইনিংসটাকে অনেকগুলো পর্বে ভাগ করা যায়। শুরুর দিকে উইকেটে আদ্রতা ছিল। আর উইকেটটা একটু ধীরগতির ছিল, বল থেমে আসছিল।’
‘আমাদের জুটিটাই দিনের সারাংশ ছিল। সে আমাকে নির্দেশনা দিয়েছে, যেহেতু সে বেশি অভিজ্ঞ। বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করছিল আমাকে।’
দুজনের সামনেই সেঞ্চুরির সুযোগ চলে এসেছিল। কিন্তু কয়েক ওভারের ব্যবধানে দুজনের বিদায়ে সেঞ্চুরি পাননি কেউই। তবে সে নিয়ে আক্ষেপ করেননি লুইস। তিনি বলেন, ‘এই ম্যাচে আরও একটা ইনিংস বাকি। আমি আশা করছি দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছুঁয়ে ফেলতে পারব।’