রাহুল-জয়সওয়ালের ব্যাটে চড়ে চালকের আসনে ভারত

রাহুল-জয়সওয়ালের ব্যাটে চড়ে চালকের আসনে ভারত

পার্থে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে চলে এসেছে। ২১৮ রানের লিড এখন দলটার ঝুলিতে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়া ভারতকে দ্বিতীয় ইনিংসে এভাবে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে তাদের উদ্বোধনী জুটি। যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুলের অপরাজিত ১৭২ রানের জুটি শুধু ভারতকেই সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়নি, নিজেরাও রেকর্ডের খুব কাছে চলে গেছেন।

প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে, দিনের শেষ পর্যন্ত জয়সওয়াল ও রাহুল মিলে দারুণভাবে ব্যাট চালিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখেন।  

জয়সওয়াল প্রথম ইনিংসে শূন্য রান করেছিলেন। তবে আজ দ্বিতীয় ইনিংসের শুরুতে সতর্ক ছিলেন। তবে সেই তিনি মিচেল স্টার্কের একটি বলে বাউন্ডারি মেরে আত্মবিশ্বাস ফিরে পান। রাহুলের সঙ্গে দারুণ বোঝাপড়াও হয়ে গেছে তার, সঙ্গে খারাপ বলগুলো বাউন্ডারিতে পাঠিয়ে রানের গতি ঠিক রাখেন।  

অস্ট্রেলিয়ার বোলাররা বলের মুভমেন্ট কম থাকায় তেমন কোনো চমক দেখাতে পারেনি। ভারতীয় ওপেনারদের পারফরম্যান্সে তাদের হতাশা বাড়ে। প্রথম ম্যাচ থেকেই ভারত সিরিজে লিড নেওয়ার দিকে এগোচ্ছে।

দ্বিতীয় দিনের শেষ দুই সেশন মিলিয়ে ভারত ব্যাট করে তুলেছে ১৭২। জয়সওয়াল সেঞ্চুরি থেকে ১০ রানের দূরত্বে দাঁড়িয়ে আছেন, সঙ্গে রাহুল অপরাজিত আছেন ৬২ রানে। 

দুজনের এই জুটি সুনীল গাভাস্কার আর কৃষ্ণমাচারি শ্রীকান্তের ৩৮ বছরের পুরোনো রেকর্ডকেও চোখরাঙানি দিচ্ছে। ১৯৮৬ সালে দুজন মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটিতে তুলেছিলেন ১৯১ রান, সেটাই ডাউন আন্ডারে ওপেনিং জুটিতে ভারতের সর্বোচ্চ রান। কাল ২০ রান তুলে নিতে পারলেই সে রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দেবেন দুজনে।

এর আগে যশপ্রীত বুমরাহর ৫-৩০, হারশিত রানার ৩-৪৮ আর মোহাম্মদ সিরাজের ২-২০ এ ভর করে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে ভারত। এরপর দ্বিতীয় দিনে এমন ব্যাটিংয়ে দলটা সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্নই দেখছে।

সম্পর্কিত খবর