সুমনের হ্যাটট্রিক, সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড রাজশাহীর

সুমনের হ্যাটট্রিক, সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড রাজশাহীর

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইতিহাসই গড়া হয়ে গেল, সে ইতিহাসের অংশ হয়ে গেল রাজশাহী। ঢাকার বিপক্ষে মাত্র ৪২ রান তুলে অলআউট হয়ে গেছে দলটা। গড়ে ফেলেছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।

গেল মৌসুমে এই রেকর্ড গড়েছিল বরিশাল। খুলনার বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়েছিল দলটা। ৫০ এর আগে অলআউটের রেকর্ড দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে আছে আরও একটা। ২০১৪ সালে জাতীয় লিগের ম্যাচে রংপুরের বিপক্ষে ৪৮ রানে গুটিয়ে গিয়েছিল ঢাকা মেট্রো।

আজ টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল রাজশাহী। তবে তারা প্রথম দিনের প্রথম সেশনটাই পার করতে পারেনি। সুমন খানের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ২১তম ওভারেই শেষ হয়ে যায় দলটা। 

সুমন শুরু থেকেই ছিলেন দুর্বোধ্য। ৭.৫ ওভারে ১৮ রান খরচায় তুলে নিয়েছেন ৭ উইকেট। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারসেরাও। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিলেন তিনি।

শেষ তিন উইকেট তিনি নিয়েছেন টানা তিন বলে। সানজামুল ইসলাম, মোহর শেখ ও আসাদুজ্জামানকে আউট করে হ্যাটট্রিক করে ফেলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ১৫তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

সম্পর্কিত খবর