রেকর্ড ২৬.৭৫ কোটিতে পাঞ্জাবে শ্রেয়াস
মেগা নিলামের আগে আইপিএলের দলগুলো যে তালিকা দিয়েছিল, তাতেই অবাক করা বিষয় দেখা গিয়েছিল। গেল আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেই ধরে রাখেনি!
সেই তাকে নিয়ে বিশাল কাড়াকাড়ি পড়ে যাবে, এমনটাই আঁচ করা যাচ্ছিল। শেষমেশ তা হলোও। শুধু তাই নয়, তাকে দলে টানতে আইপিএলের রেকর্ডও ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস।
আজ নিলাম শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। তার প্রথমেই আরশদীপ সিংকে ১৮ রুপিতে দলে টেনে নেয় পাঞ্জাব। এরপর শ্রেয়াসের দিকেও হাত বাড়ায় দলটা।
প্রায় ১১০ কোটি রুপি নিয়ে নিলামে আসা পাঞ্জাব এবার খরচও করছে বেশ উদারহস্তে। শ্রেয়াসের জন্য কলকাতা নাইট রাইডার্স তো বটেই, দিল্লি ক্যাপিটালসও বড় দান দিতে প্রস্তুত ছিল। তবে শেষমেশ বাজিটা জিতল পাঞ্জাবই। রেকর্ড ২৬.৭৫ কোটি রুপিতে দলে টেনে নেয় তাকে।
এর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের দখলে। গেল আসরে কলকাতা তাকে নিয়েছিল ২৪.৭৫ কোটি রুপি খরচ করে। এবার সে রেকর্ডটাকে দুইয়ে ঠেলে তাদেরই অধিনায়ককে দলে ভিড়িয়ে নিল পাঞ্জাব কিংস।