শ্রেয়াসের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত

শ্রেয়াসের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম ঘণ্টাতেই একের পর এক চমক! শ্রেয়াস আইয়ারকে কিনে চমক দেখিয়েছিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু ত্রিশ মিনিট না যেতেই নিলামে রীতিমতো বিস্ময়! ঋষভ পান্তকে ২৭ কোটি রূপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা কীনা আইপিএল ইতিহাসের রেকর্ড!

আজ রোববার সৌদি আরবের জেদ্দাতে আইপিএল ২০২৫ এর নিলাম চলছে। যেখানে আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে। এটিই কিছুক্ষণের জন্য ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।

কিন্তু টাকার এই রেকর্ড ৩০মিনিটও টিকল না। তার রেকর্ড ভাঙলেন ভারতের আরেক তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। বলা হচ্ছে এটিই হতে যাচ্ছে এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম।

এদিকে মেগা নিলামে ১৫ কোটি ৫০ লাখ রূপিতে গুজরাট টাইটানস কিনল জস বাটলারকে। ৭ মৌসুম ধরে এর আগে রাজস্থানে খেলেন তিনি। গত মৌসুমের সবচেয়ে দামী ক্রিকেটার স্টার্ককে কিনল দিল্লি ক্যাপিটালস। এবার এই অজি ক্রিকেটারের দাম উঠেছে ১১ কোটি ৭৫ লাখ রূপি।

আজ নিলাম শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। তার প্রথমেই আরশদীপ সিংকে ১৮ রুপিতে দলে টানে পাঞ্জাব। এরপর শ্রেয়াসের দিকেও হাত বাড়ায় দলটা।

প্রায় ১১০ কোটি রুপি নিয়ে নিলামে আসা পাঞ্জাব এবার খরচও করছে বেশ উদারহস্তে। শ্রেয়াসের জন্য কলকাতা নাইট রাইডার্স তো বটেই, দিল্লি ক্যাপিটালসও বড় দান দিতে প্রস্তুত ছিল। তবে শেষমেশ বাজিটা জিতল পাঞ্জাবই। ২৬.৭৫ কোটি রুপিতে দলে টেনে নেয় তাকে।

গত আইপিএলে মিচেল স্টার্ককে কলকাতা তাকে নিয়েছিল ২৪.৭৫ কোটি রুপিতে।

সম্পর্কিত খবর