মুমিনুলের পর জাকেরের ফিফটি, ফলো অন এড়াল বাংলাদেশ

মুমিনুলের পর জাকেরের ফিফটি, ফলো অন এড়াল বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ২৬৯ রানে ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানে ৯ উইকেটে ডিক্লেয়ার করা প্রথম ইনিংসের চেয়ে সফরকারীরা এখনও ১৮১ রানে পিছিয়ে। 

স্বাগতিকরা তাদের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছে দিন শেষে। ফলো অনটাও প্রায় করিয়েই ফেলছিল বাংলাদেশকে, তবে শেষ দিকে জাকের আলির দারুণ ফিফটিতে তাদের ফলো-অন এড়াতে সাহায্য করেছে। 

বাংলাদেশের ব্যাটসম্যানরা মন্থর পিচে স্থিরভাবে খেলার চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জাকের আলি (৫৩) ও মুমিনুল হক (৫০) হাফ-সেঞ্চুরি করলেও দ্রুত আউট হয়ে যান। লিটন দাসও ৪০ রানে থেমে যান। সপ্তম উইকেটে জাকের ও তাইজুল ইসলাম ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ফলো-অন এড়ানোর জন্য দলকে ২৫১ রানের সীমা পার করতে সাহায্য করে।

তৃতীয় দিনের শুরুতে মুমিনুল শামার জোসেফের ওভারে দুটি বাউন্ডারি হাঁকান। তবে কেমার রোচ শাহাদাত হোসেনকে ১৮ রানে আউট করেন, তিনি কাভেম হজের হাতে ক্যাচ তুলে দেন। মুমিনুল ও লিটন প্রথম সেশন পার করলেও, লাঞ্চের পরে জেডেন সিলস মুমিনুলকে এলবিডব্লিউ করে ফেরান।

মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বাউন্সারের চাপে পড়ে যান, আলজারি জোসেফের একটি বাউন্সারে ক্যাচ দেন শর্ট লেগে থাকা মিকাইল লুইসের হাতে। লিটনও চাপ সামলাতে না পেরে ৪০ রানে বোল্ড হন। 

তাইজুল ও জাকেরের দৃঢ়তায় বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ায়। জাকের চারটি বাউন্ডারি হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে জোসেফ তাইজুলকে ও জাকেরকে ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৪.১ ওভারে ৪৫০/৯ ডিক্লে. (গ্রিভস ১১৪, লুইস ৯৭, এথানেজ ৯০, রোচ ৪৭; হাসান ৩-৮৭, মিরাজ ২-৭৬)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৮ ওভারে ২৬৯/৯ (মুমিনুল ৫০, জাকের ৫৩; আলজারি ৩/৬৯)।

সম্পর্কিত খবর