এখন লড়াইটা হেড আর ভারতের
ট্র্যাভিস হেড নামটা শুনলে কি ভারতীয়দের মন একটু হলেও খারাপ হয়? ২০২৩ সালে দুটো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল দলোটা। দুই ফাইনালেই অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছিল, দুই ফাইনালেই সেঞ্চুরি করেছিলেন ট্র্যাভিস হেড।
আজ পার্থে যখন সহজ জয়ের আশা নিয়ে ভারত নেমেছে মাঠে, ঠিক তখনই দেয়াল তুলে দাঁড়িয়েছেন একজন। তিনি ট্র্যাভিস হেড ছাড়া আর কে! তার ব্যাটেই এখন লড়ছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে গেছে মধ্যাহ্ন বিরতিতে।
আগের দিন শেষ বিকেলে ২৬ বল খেলেই ঘোর বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১২ রান তুলতে ৩ উইকেট খুইয়ে বসেছিল। সে হিসেবে আজকের সকালটা বেশ ভালো কেটেছে তাদের। ২৬.৪ ওভার খেলা হয়েছে আজ সকালে। এ সময় ২ উইকেটে ৯২ রান তুলেছে অস্ট্রেলিয়া।
তবে এই সেশনটা এত ‘ভালো’ কাটবে, শুরুতে তা বোঝা যায়নি। মোহাম্মদ সিরাজের বলে পুল করতে গিয়েছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটার উসমান খাজা। তখন মোটে দিনের দ্বিতীয় ওভার চলছে। তাতে তিনি ব্যর্থ হলেন, ক্যাচ চলে যায় ঋষভ পান্তের হাতে। খাজার ইনিংস শেষ হয় ৪ রানে।
এরপর উইকেটে আসেন ট্রাভিড হেড। তার সঙ্গে স্মিথের জুটি জমে গিয়েছিল রীতিমতো। দুজন মিলে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে। তবে তাদের এই জুটিও ভাঙেন মোহাম্মদ সিরাজ। তার বলে স্মিথ উইকেটের পেছনে ঋষভ পন্তকে ক্যাচ দেন স্মিথ।
তবে শুরু থেকেই পাল্টা আক্রমণের মেজাজে ছিলেন হেড। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার সিংহভাগ বল খেলেছেন, করেছেন এই সেশনে তাদের সিংহভাগ রানও। ৭২ বলে তিনি ৭টি চার মেরেছেন, করেছেন ৬৩ রান। ওপাশে আছেন ৫ রান করা মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার এখনও চাই ৪৩০ রান। ভারতের চাই ৫ উইকেট।