১০ রানও হলো না, টি-টোয়েন্টির সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড আফ্রিকান দেশটির
২০১৯ সাল থেকে আইসিসি টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়ে দিয়েছে সব দেশকেই। যার ফলে সব ধরনের টি-টোয়েন্টিই এখন স্বীকৃত টি-টোয়েন্টি। আর সে কারণেই আজকাল টি-টোয়েন্টিতে দেখা মিলে অদ্ভুতুড়ে সব রেকর্ডের।
আজ যেমন ৭ রানে অলআউট হলো এক দল। এমন কিছুর দেখা পাড়াগাঁয়ের ক্রিকেটেও দেখা মুশকিল, সেটাই করে দেখাল আফ্রিকান দল আইভরি কোস্ট। নাইজেরিয়ার ২৭১ রানের জবাবে ৭ রান তুলতেই অলআউট হয়েছে দলটা।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক আফ্রিকা বাছাইপর্বের সি গ্রুপের লড়াইয়ে রোববার মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া আর আইভরি কোস্ট। লাগোসে টস জিতে ব্যাট করতে নেমে সেলিম সালাউয়ের ৫৩ বলে ১১২, সুলাইমান রুনসেওয়ে ২৯ বলে ৫০ আর ইসাক ওকপের ২৩ বলে ৬৫ রানের ঝোড়ো সব ইনিংসে ব্যাট করে ২৭১ রান জমা করে স্কোরবোর্ডে।
এরপর যা হয়েছে, তা রীতিমতো তাণ্ডব। বাঁহাতি স্পিনার ইসাক দানলাদি আর বাঁহাতি পেসার প্রসপার উসেনির তিনটি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো দুটো উইকেট নেন, সিলভেস্টার ওকপে পান একটি উইকেট, আর এক ব্যাটার রান আউট হন।
আইভরি কোস্ট ৭.৩ ওভার খেলেই অলআউট হয়ে যায়। তাদের সব ব্যাটারের রানগুলো দেখুন–৪, ০, ১, ০, ০, ১, ০, ১, ০, ০, ০। সর্বোচ্চ রান করেছেন ওপেনার ওয়াত্তারা মোহামেদ, ৬ বলে ৪ রান করেছেন তিনি। তার ব্যাট থেকে সবকটা রান এসেছে সিঙ্গেল রূপে, তার মানে আইভরিয়ানদের ইনিংসে কোনো বাউন্ডারি ছিল না।
টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড এটা, তা বলাই বাহুল্য। এর আগে এই রেকর্ড ছিল মঙ্গোলিয়া আর আইল অফ ম্যানের। দুটো দলই ১০ রানে অলআউট হয়েছিল যথাক্রমে সিঙ্গাপুর আর স্পেনের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর–
নাইজেরিয়া ২৭১/৪ (সালাউ ১১২, ওকপে ৬৫*, রুনসেওয়ে ৫০; দিমিত্রি ১-৪৫)
আইভরি কোস্ট ৭/১০ (উসেনি ৩-০, দানলাদি ৩-২, আহো ২-০)
ফলাফল– নাইজেরিয়া ২৬৪ রানে জয়ী।