অজিদের উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থের অপটাস স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। এর ফলে দলটা চলে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষেও।
১২ রানে ৩ উইকেট খুইয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতি থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করতে অলৌকিক কিছুর দরকার ছিল। সে অলৌকিক কিছু আর কোনো অস্ট্রেলিয়ান করে দেখাতে পারেননি।
ট্র্যাভিস হেড অবশ্য চেষ্টা করেছিলেন একটা। তবে তার এই ৮৯ রানের ইনিংস শেষ হয় ম্যাচসেরা বুমরাহর হাতে। এরপর মিচেল স্টার্ক আর মার্শ মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষমেশ ২৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারত পেয়ে যায় বিশাল এক জয়।
যশপ্রীত বুমরাহ ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে। সঙ্গে মোহাম্মদ সিরাজ এই ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দরও দুটি উইকেট দখল করেন।
প্রথম টেস্টে ভারতের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও বিশাল পরিবর্তন চলে এসেছে। অজিদের হটিয়ে ভারত চলে এসেছে তালিকার শীর্ষে।
পার্থে জয়ের পর ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৬১.১১%। নিউজিল্যান্ডের কাছে হারের পর ছিল ৫৮.৩৩%। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ কমে হয়েছে ৫৭.৬৯%, যা আগে ছিল ৬২.৫০%।
এই অবস্থানই অবশ্য চূড়ান্ত থাকবে না। সিরিজের বাকি চার ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে হবে ভারতকে। তাহলেই ফাইনালের টিকিট মিলবে।
এর আগে প্রথম দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। তবে শিরোপা জেতা হয়নি তাদের। প্রথম বার দলটা হারে নিউজিল্যান্ডের কাছে, এরপর অস্ট্রেলিয়ার কাছে গেল বছরের ফাইনালে হারে রোহিত শর্মার দল।