অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ভাবনা বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ভাবনা বাংলাদেশের

সকারুজদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আরও ৪ দিন পর, আগামী ১৬ নভেম্বর। তবে তার অনেক আগেই সেখানে চলে যাওয়ার উদ্দেশ্য– ভ্রমণক্লান্তি, জেট ল্যাগ কাটিয়ে ওঠা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। 

মেলবোর্নে পৌঁছুতে বাংলাদেশ দলকে প্রায় ২০ ঘণ্টা লম্বা বিমান যাত্রা করতে হয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্য এটা নতুন কিছু না হলেও পুরো দলের জন্য এমন যাত্রা নতুনই। সে যাত্রার সঙ্গে চলে আসছে জেট ল্যাগও। টাইম জোন বদলে গেলে তার সঙ্গে মানব দেহঘড়ির মানিয়ে নিতে সময় লাগে একটু। ম্যানেজার আমের খানের কথায় উঠে এল বিষয়টা, ‘সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে। ’

এরপর আসে কন্ডিশন, বাংলাদেশে এখনো শীত নামেনি তেমন, কিন্তু অস্ট্রেলিয়ায় কণকণে ঠাণ্ডা, বাতাস। সঙ্গে ম্যাচের সময়টাও ভাবাচ্ছে কোচ কাবরেরাকে। তার কথা, ‘আমাদের সঙ্গে আবহাওয়ার ভিন্নতা রয়েছে। এখানে বাতাস বেশ এবং ঠান্ডাও অনেক। খেলা অস্ট্রেলিয়ান সময় রাত আটটায় হওয়ায় তখন আরো ঠান্ডা থাকবে।

মাঠের খেলায় অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ। তবে মাঠের বাইরে অস্ট্রেলিয়ার কন্ডিশনও বাংলাদেশের জন্য কম বৈরিতা নিয়ে অপেক্ষা করছে না। সেসবের সঙ্গে সখ্যতা গড়তেই মূলত একটু আগেভাগে কাবরেরা বাহিনির এই ডাউন আন্ডার যাত্রা।

তার প্রথম দিনে আজ স্রেফ অল্পস্বল্প জিম আর রিকভারি সেশনই করেছে বাংলাদেশ দল। কাল প্রথম অনুশীলন। পুরোদমে প্রস্তুতি শুরু হবে ১৬ নভেম্বরের।

সম্পর্কিত খবর